A story about phagocytosis written by Dr Golam Mortuza Faisal MS(resident), BCS (health)

#One_minute_discussion

#Phagocytosis_Complete

সেদিন পূর্ব পাড়ার খগেনদা (foreign body) পশ্চিম পাড়ার বেলা দিদির জন্মদিনে সারপ্রাইজ দিবে বলে দিদির পাড়ার আশেপাশে ঘুরঘুর করছিলো.. বেলাদিদির বড় ভাই, টেনিদা, ( Phagocytes) মস্ত বড় তার শরীর আর ষণ্ডা মার্কা তার চেহারা.. অন্য পাড়ার বদমাইশ ছেলেপুলে ( foreign body) এই পাড়ায় আসলে তাদের ধরে কেলানি দেয়াই টেনিদার (phagocyte) কাজ .. এই কাজের নাম তিনি দিয়েছেন Phagocytosis..

খগেন দা কে দেখামাত্রই তো টেনিদা চিনে ফেলল যে এই ছিচকে টা তো আমাদের পাড়ার ছেলে নয়.. একেই বলা হয় Recognition .. 🤔🤔🤔

তারপর সে তার ভাড়া করা সাঙ্গ পাঙ্গ দের পাঠিয়ে বললো,
"পুচকে টা কে নিয়ে আয় তো এদিকে" ..
সাঙ্গ পাঙ্গরা এসেই খগেন দার চোখে কাপড় দিয়ে বেধে ফেললো.. এই সাঙ্গ পাঙ্গদের বলা হয় Opsonin যারা খগেনদা (foreign body) কে coating করে ফেলায় // কাপড় দিয়ে বেধে ফেলায় টেনিদার বুঝতে সুবিধা হলো যে, কোনটা খগেনদা.. এই process ই হচ্ছে opsonization..

আসুন জেনে নিই সেই সাঙ্গ পাঙ্গদের (opsonin) নাম :
1) C3b and inactive C3b(iC3b)
2) IgG antibodies
3) plasma proteins like
--a) mannose binding lectin (MBL)
b) C reactive protein
c) fibrinogen, fibronectin

খগেনদার ( foreign body) আশেপাশে কি হচ্ছে তিনি তা আর বুঝতে পারছিলেন না.. না দেখে চলার কারণে হুট করে গিয়ে বারি খেলো সেই ষন্ডা মার্কা টেনিদার শরীরের (receptor) সাথেই অর্থাৎ, Foreign body সেই Phagocyte এর শরীর // Receptor, সাথে বাড়ি খেতে পারে // attached হতে পারে ..

তাহলে ফরেন বডির recognition and attachment ২ ভাবে হতে পারে..

১) opsonin এর মাধ্যমে

২) opsonin ছাড়া, Phagocytes এর গায়ে থাকা Receptor এর মাধ্যমে ..
Phagocytes এর গায়ে থাকা বিভিন্ন Receptor এর উদাহরন হচ্ছেঃ

a) Mannose receptor of macrophage
b) scavenger receptor of macrophage
c) integrins of macrophage

এখন টেনিদা তো রেগেই আগুন..
...
..
টেনিদার বন্ধু প্লাজমা মেমব্রেন চারদিক থেকে ঘিরে ধরলো খগেন দা (Foreign body) কে.. খগেন দা (Foreign body) কে নিজের বাসায় ঢুকিয়ে তৈরি করলো phagosome .. সেই phagosome, lysosome, এর সাথে fuse হয়ে তৈরি করলো phagolysosome.. একে বলা হয় #Engulfment..

এবার Foreign body র চূড়ান্ত পরিণতির পালা..
তার ভাগ্যে ঘটিবে মরণ ও নিঃশেষ হয়ে যাওয়া.. অর্থাৎ, #Killing and degradation.. কিভাবে হবে
এই Killing and degradation.??

২ ভাবে হতে পারে.
১) oxygen এর সাহায্যে (oxygen dependant)
২) oxygen ছাড়াই..

👉👉oxygen এর সাহায্যে (oxygen dependant) কিভাবে হবে??

Phagocytosis stimulates a burst in oxygen consumption ==>>
Increased glycogenolysis ==>>
Increased glucose oxidation ==>> production of free radicals ..

এই ফ্রি রেডিক্যালই ফরেন বডি কে মারতে সহায়তা করে.. যেমন ঃ
১) Reactive oxygen intermediates: H2O2, OH- etc

২) Reactive nitrogen intermediates: NO

** MPO Halide system : নিউট্রোফিল এ থাকা MPO (Myeloperoxidase) ক্লোরিনের উপস্থিতিতে H2O2 কে HOCl এ পরিণত করে যা ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য ফরেন বডি কে ধ্বংস করতে পারে..

👉👉oxygen ছাড়াই কিভাবে killing and degradation হবে??

Lysosome থেকে বিভিন্ন Lysosomal granules নিঃসৃত হবে যা ফরেন বডির জন্য টক্সিক..

যেমনঃ
BaD LaiLy ( খারাপ লায়লি)

B = BPI
D= Defensin

La = Lactoferrin
Ly= Lysozyme

এভাবেই মারা যাবে টেনিদা ( ফরেন বডি) আর degraded হবে #Hydrolases দ্বারা

Comments